নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দের বাজারে লন্ডন প্রবাসী একটি বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকাবাসী জানান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রান্ধুবাপুর গ্রামের কৃতিশ বৈদ্যর ছেলে শ্রীকান্ত বৈদ্য ১০/১২ বছর ধরে ইনাতগঞ্জ ইউনিয়নের নাদামপুর গ্রামের লন্ডন প্রবাসী মায়াজ উল্লার বান্দের বাজারের বাসা ভাড়া নিয়ে পরিবারসহ বসবাস করছেন। পেশায় তিনি সেলুন ব্যবসায়ী। বান্দের বাজারেই ব্যবসা করেন।
বৃহস্পতিবার সন্ধা ৭টার দিকে আগুন লাগে। এসময় কেউ বাসায় ছিলেন না। এলাকাসীর প্রচেষ্টায় প্রায় ১ ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে; কিন্ত সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, খবর পেয়ে তারা সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে যান। বৈদ্যুতিক শটসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে থাকতে পারে।
Leave a Reply