হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ সভাপতি শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী ইউসূফ চৌধুরীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে ।
সোমবার সকালে উপজেলার আউশকান্দি পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে এ কর্মসূচি পালন করা হয় ।
আউশকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুহিবুর রহমান হারুনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, খলিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রাজা মিয়া, নবীগঞ্জ পৌর জাতীয় পার্টির সভাপতি মুরাদ আহমদ, আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজন মিয়া, ইউপি সদস্য দুলাল মিয়া, ইউসুফ চৌধুরীর ছেলে মিলন চৌধুরী ও রূপন চৌধুরী।
বক্তারা এক সপ্তাহের মধ্যে হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সেই সাথে পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে কমিউনিটি পুলিশিং চালু এবং সড়কবাতি ও সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানানো হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার রাতে শেরপুর থেকে বাড়ি ফেরার পথে পারকুল সামিট বিবিয়ানা পাওয়ার প্ল্যান্ট রোডে মুখোশধারী একদল দুর্বৃত্ত ইউসূফ চৌধুরীকে কুপিয়ে আহত করে। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
Leave a Reply