হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার মুক্তাহার গ্রামে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারের উদ্যোগে আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় গ্রন্থাগারের পরিচালনা পর্ষদের সদস্য রত্বেশ্বর দাস রামুর সভাপতিত্বে ও গ্রন্থাগারিক সৈকত দাশের সঞ্চালনায় বইপাঠ ও আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, পাঠক ফোরামের সহসভাপতি দেবাশীষ দাশ রতন, দ্বীপ দাশ, বিপ্লব দাশ, সদস্য অলক দাশ, অমলেন্দু দাশ, জামাল হোসেন, হৃদয় দাশ, অমিত দাশ, নিকিলেশ দাশ, দুর্জয় দাশ, দ্বীপ দাশ, সজীব দাশ প্রমুখ।
ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৫ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিক গ্রন্থ ও কপিরাইট দিবস পালিত হচ্ছে। উদ্দেশ্য হলো, বই পড়া, বই ছাপা, বইয়ের কপিরাইট সংরক্ষণ ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়ানো। সর্বোপরি লেখক, পাঠক ও প্রকাশকদের সম্পর্ক ঘনিষ্ঠ করা।
আন্তর্জাতিক গ্রন্থ দিবসের মূল ধারণাটি আসে স্পেনের লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। ১৬১৬ সালের ২৩ এপ্রিল স্পেনের আরেক বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস মারা যান। ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতেই ১৯২৩ সালের ২৩ এপ্রিল থেকে তিনি স্পেনে গ্রন্থ দিবস পালন শুরু করেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply