NEWSHEAD

নবীগঞ্জে বিয়ের ৭ মাসের মাথায় ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

Published: 10. Jul. 2019 | Wednesday

নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিয়ের ৭ মাসের মাথায় এক ওমান প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধায় উপজেলার কুর্শি ইউনিয়নের সুলতানপুর গ্রাম থেকে পুলিশ হাবিবা আক্তার নামের এই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, সুলতানপুরের মোস্তফা মিয়ার ছেলে নূরুল আমীনের সাথে একই গ্রামের রিপন মিয়ার মেয়ে হাবিবা আক্তারের বিয়ে হয় প্রায় ৭ মাস আগে। বিয়ের ২ মাস পর ওমানে পাড়ি জমান নূরুল আমীন। তবে শ্বশুরবাড়িতেই অবস্থান করতে থাকেন হাবিবা আক্তার। মঙ্গলবার দুপুরে তার বাবা-মা বেড়াতে যান আত্মীয়বাড়ি। ঐদিন বিকেলেই হঠাৎ বাপের বাড়ি চলে আসেন হাবিবা আক্তার। খালি একটি ঘরে উঠেন তিনি। এর কিছুক্ষণ পরেই খবর রটে যায়, ঘরের তীরের সাথে মায়ের শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে আছেন মেয়ে। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তবে সুরতহাল রিপোর্ট তৈরিকালে মরদেহে ফাঁসের কোন চিহ্ন দেখা যায়নি বলে পুলিশ জানায়।
প্রতিবেশীরা জানান, যে ঘরে হাবিবা আক্তারের মরদেহ ঝুলন্ত অবস্থায় ছিলে সে ঘরে কেউ থাকেনা। অর্থাৎ ঘরটি সবসময় খালি পড়ে থাকে। তাই তার সে ঘরে যাওয়া আর ঝুলন্ত অবস্থায় মরদেহ পাওয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন। অন্যদিকে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন এলেই আসল ঘটনা জানা যাবে।

Share Button
November 2019
M T W T F S S
« Oct    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  

দেশবাংলা