নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বিশ্ব দৃষ্টি দিবস ২০২২ উপলক্ষ্যে শোভাযাত্রা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিচালিত নবীগঞ্জ আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রাটি আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র কার্যালয় থেকে শুরু হয়ে নতুন বাজার মোড় প্রদক্ষিণ করে ফের আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্র কার্যালয়ে এসে শেষ হয়।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি ছিলেন সাবেক পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা আব্দুস সামাদ, প্রাক্তন প্রধান শিক্ষক এ টি এম বশির আহমদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মাসুদ, নবীগঞ্জ মিনি বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমন, দৈনিক হবিগঞ্জ সময়ের ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার, সাংবাদিক ছনি চৌধুরী, অঞ্জন রায়, আব্দুল হক চৌধুরী এমবিএনএসবি প্রাথমিক চক্ষু পরিচর্যা কেন্দ্রের সাধারণ সম্পাদক তনুজ রায়, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সহসভাপতি শাহীনুর আক্তার চৌধুরী পান্না ও ডা সঞ্জয় পাল।
এছাড়া বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
Leave a Reply