হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বুড়িগাঁও গ্রামে জায়গাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালিয়ে ২ জনকে আহত ও দোকান ভাংচুর করা এবং এক কেদার ফসলি জমির লাউ চারা কেটে ফেলার অভিযোগ করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। গ্রামের লেচু মিয়া জানান, তার সঙ্গে জায়গাজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে আপ্তাব উদ্দিন ও ইমাম উদ্দিনের। এরই জের ধরে শুক্রবার সকালে নিজের টং দোকান ঘরে ঘুমিয়ে থাকা তার জামাতা কমরু মিয়ার উপর হামলা চালানো হয়। এ সময় তাকে বাঁচাতে কমরু মিয়ার স্ত্রী ফাতেমা আক্তার এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। হামলাকারীরা টং দোকানটি পুকুরের পানিতে ফেলে দেয়। এছাড়া লেচু মিয়ার এক কেদার ফসলি জমির লাউ চারা কেটে ফেলে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ইউনিয়ন কৃষি অফিসের সহকারী কর্মকর্তা দিলাওয়ার হোসেন জানিয়েছেন।
Leave a Reply