নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বিপুল পরিমাণ বিদেশী মদ সহ ছালিক মিয়া নামের এক মাদক ব্যবসায়ীকে পুলিশ গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার গভীররাতে উপজেলা সদরের নতুন বাজার মোড়ে ছালিক মিয়ার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান সুগন্ধা স্ন্যাকসে অভিযান চালিয়ে পুলিশ বিভিন্ন নামের ১৪৪ বোতল ভারতীয় ও অন্যান্য দেশের মদ উদ্ধার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমানের নেতৃত্বে ওসি-তদন্ত উত্তম কুমার দাশ ও ওসি-অপারেশন আমিনুল ইসলাম সহ একদল পুলিশ প্রায় এক ঘণ্টাব্যাপী অভিযান পরিচালনা করে।
উপজেলার কারিয়ারভাঙ্গা ইউনিয়নের কালাইনজুরা গ্রামের বাহরাম উল্লাহর ছেলে ছালিক মিয়া এর আগে ২০১৬ সালের ১৮ মার্চ বিপুল পরিমাণ বিদেশী মদ সহ গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন।
Leave a Reply