নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পল্লী বিদ্যুতের খুঁটির নিচে চাপা পড়ে এর্শাদ মিয়া (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি গাইবান্ধার শাহঘাটা উপজেলার শ্রীমানেরপাড়া গ্রামের আজহার মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এর্শাদ মিয়া শায়েস্তাগঞ্জে পল্লী বিদ্যুৎ সমিতির খুঁটি সরবরাহ ও বসানোর দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিক ছিলেন। সোমবার সকালে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের দুর্গাপুর এলাকায় বিদ্যুতের খুঁটি বসানোর জন্য ঠেলাগাড়ি দিয়ে নিয়ে যাবার সময় ঠেলাগাড়ি উল্টে একটি খুঁটি তার উপর পড়ে যায়। তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এর্শাদ মিয়াকে মৃত ঘোষণা করেন।
Leave a Reply