নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাকির হোসেনের সামনে এলাকার সংসদ শাহনেওয়াজ গাজী মিলাদ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডা এবং সমর্থকদের মধ্যে হাতাহাতি হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার উমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর পাশে দুই নেতার দাঁড়ানো নিয়ে এ ঘটনা ঘটে।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাকির হোসেন অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুল দিয়ে বরণ করেন দলীয় নেতাকর্মীরা। এরপর প্রতিমন্ত্রী ফিতা কাটতে নাম ফলকের দিকে এগিয়ে এলে তার পাশে দাঁড়ানো নিয়ে সাংসদ শাহনেওয়াজ গাজী মিলাদ ও সাইফুল জাহান চৌধুরীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এসময় পিছন থেকে ধাক্কাধাক্কি শুরু হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে নবীগঞ্জ থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এসব ঘটনার ফাঁকে প্রতিমন্ত্রী জাকির হোসেন ফিতা কেটে নবনির্মিত ভবনটি উদ্বোধন করেন।
Leave a Reply