নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামকস্থানে বাস-ট্রাক-অটোরিক্সার ত্রিমুখী সংঘর্ষে মহিলাসহ ৫জন গুরুতর আহত হয়েছেন।
রবিবার সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, রাহেলা বেগম (২৫), আফিয়া বেগম (৩০), অজিত সরকার (৪০), আবু ফয়েজ চৌধুরী (৫০) ও জুবায়ের মিয়া (৩৫)।
আশংকাজনক অবস্থায় আহতদের নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
নবীগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিক্সা ও একটি যাত্রীবাহী বাস নবীগঞ্জ-আউশকান্দি সড়কের কুর্শি কদমতলি নামক স্থানে পৌঁছামাত্রই বিপরীত দিক থেকে আসা একটি গাছ বোঝাই ট্রাকের সাথে ত্রিমুখী সংঘর্ষ বাধে। এতে অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়; কিন্তু যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পলায়ন করে। ট্রাক ও অটোরিক্সাকে এলাকাবাসী আটক করেন।
এছাড়া বিক্ষুব্ধ জনতা নবীগঞ্জ-আউশকান্দি সড়ক অবরোধ করেন। ফলে প্রায় একঘণ্টা যান-চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে।
নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply