নবীগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
শনিবার বিকেল ৫টার দিকে উপজেলার রুস্তমপুর টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বেতাপুর গ্রামের আবুল হোসেন চৌধুরীর স্ত্রীর বকুল বেগম (৬২), কচি মিয়া চৌধুরীর ছেলে ছাত্রদল নেতা এহিয়া চৌধুরী ওরফে জাবেদ (২৪) ও দৌলতপুর গ্রামের অটোচালক রব্বান মিয়া (৪০)। আহতরা হলেন, বেতাপুর গ্রামের কচি মিয়া চৌধুরীর স্ত্রী আয়শা খাতুন চৌধুরী (৬০) ও ফরিদ মিয়া চৌধুরীর স্ত্রী রেনু বেগম চৌধুরী (৬৫)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বেতাপুর গ্রামে থেকে অটোরিকশা যোগে তারা গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামে এক অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার পথে রুস্তমপুর টোল প্লাজা এলাকায় পৌঁছামাত্র ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি যাত্রীবাহী বাস অপর আরেকটি গাড়িকে পাশ কাটাতে গেলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোচালক ও দু যাত্রী ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত আয়শা খাতুন চৌধুরী ও রেনু বেগম চৌধুরীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে যান চলাচল স্বাভাবিক হয়।
Leave a Reply