উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার উমরপুর ও কসবা গ্রামে কুশিয়ারা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাধ ভেঙ্গে ইনাতগঞ্জ ও দিঘলবাঁক ইউনিয়নের বিভিন্ন গ্রাম বন্যা কবলিত হয়েছে।
গ্রামগুলো হলো, ইনাতগঞ্জ ইউনিয়নের দিঘিরপাড়, লালাপুর, মোস্তফাপুর, তপথিবাগ, পাঠানহাটি, মনসুরপুর, বাউরকাপন, লতিবপুর, নোয়াগাঁও, প্রজাতপুর, দক্ষিণগ্রাম, কইখাই ও উমরপুর এবং দিঘলবাঁক ইউনিয়নের দিঘলবাঁক, জামারগাঁও, রাধাপুর, বড়পেছি বাজার, ফাদুল্লা, কুমারকাদা, কসবা, চরগাঁও, মথুরাপুর, মাধবপুর ও গালিমপুর। এমনকি ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়িও বানের পানিতে নিমজ্জিত হয়েছে।
সবমিলিয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দি। তারা আরো বিপাকে পড়েছেন গবাদি পশু ও হাঁস মোরগ নিয়ে। এছাড়া অনেক পুকুর ও মৎস্য খামারের মাছ বের হয়ে গেছে।
Leave a Reply