নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক, আউশকান্দি ও ইনাতগঞ্জ ইউনিয়নের বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে; কিন্তু পানি নেমে যাবার সঙ্গে সঙ্গে ভেঙ্গে পড়ছে দুর্বল কাঁচা ঘরবাড়ি। ফলে বন্যাদুর্গতরা আরো বেশি ক্ষতির সম্মুখিন হচ্ছেন। এছাড়া গ্রামাঞ্চলের কাঁচা-পাকা রাস্তাঘাট ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন রয়েছে।
বন্যার্তরা জানিয়েছেন, কয়েক দিন বৃষ্টি না হওয়ায় বাড়িঘর থেকে পানি নেমে গেছে। তাই বাড়ি ফিরতে শুরু করেছে বন্যার্তরা; কিন্তু অনেকে বাড়িঘর পানির টানে ভেঙ্গে পড়ায় দিশেহারা হয়ে পড়েছে।
বানভাসি এই নিম্ন আয়ের মানুষরা সরকারের সহযোগিতা চান। দাবি জানিয়েছেন, অবিলম্বে যেন ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট মেরামত করা হয়।
Leave a Reply