নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী বন্যাকবলিত নবীগঞ্জ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন।
শনিবার দিনব্যাপী তিনি উপজেলার বিভিন্ন স্থানে ৭০০ প্যাকেট শুকনো খাবার ও শিশু খাদ্য বিতরণ করেন।
নবীগঞ্জ সরকারি কলেজ, করগাঁও ইউনিয়নের আঞ্জব আলী উচ্চ বিদ্যালয় ও বড় ভাকৈর ইউনিয়নের এসএমপি উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মনসুর আলী খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল ফজল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা ও রঙ্গলাল দাশ, আওয়ামী লীগ নেতা দুলাল মিয়া, এ টি এম রুবেল, দিপন ধর, পিকলু চৌধুরী, পিন্টু রায়, আলমগীর চৌধুরী সালমান প্রমুখ।
Leave a Reply