হবিগঞ্জ প্রতিনিধি : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান ও পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন।
বৃহস্পতিবার দুপুরে তারা লঞ্চযোগে উপজেলার দীঘলবাঁক, আউশকান্দি ও ইনাতগঞ্জ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী বন্যা কবলিত গ্রাম ও ঝুঁকিপূর্ণ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পরিদর্শন করেন।
পরে তারা উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দীঘলবাঁক ইউনিয়নের বিবিয়ানা নর্থপ্যাড নিকটবর্তী মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। সেখানে প্রধান অথিতির বক্তৃতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান বলেন, ত্রাণের কোন সংকট নেই।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংসদ সদস্য দেওয়ান শাহনওয়াজ মিলাদ গাজী, সংরক্ষিত আসনের সাবেক সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব শাহ কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদফতরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ হাশিম।
Leave a Reply