নবীগঞ্জ প্রতিনিধি : বিশ্ব সৎসঙ্গের বর্তমান আচার্য্যদেব শ্রী শ্রী দাদার আশীর্বাদ বাস্তবায়নে রবিবার হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত শতাধিক পরিারের মাঝে সৎসঙ্গ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সংগঠনের উপজেলা শাখার সভাপতি মৃণাল কান্তি দাশ বাদল ও সাধারণ সস্পাদক উত্তম কুমার পাল হিমেলের সার্বিক পরিচালনায় ত্রাণ বিতরণে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাধারণ সস্পাদক ধৃতব্রত আদিত্য এসপিআর। বিশেষ অতিথি ছিলেন, যুগ্মসস্পাদক সুব্রত আদিত্য এসপিআর, অবসরপ্রাপ্ত শিক্ষক নিশিকান্ত দাশ এসপিআর, নিরঞ্জন চন্দ নেপাল এসপিআর, গিরীন্দ্র চন্দ্র দাশ এসপিআর, হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সস্পাদক সুনীল চন্দ্র দাশ, যোগেন্দ্র দাশ ও গণেন্দ্র দাশ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply