নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ বাজার বন্ধন ব্যবসায়ী সমিতি গঠনের লক্ষ্যে রবিবার মধ্যবাজার গ্রোথ সেন্টারে এক সভা অনুষ্ঠিত হয়।
মো এনাম উদ্দিনের সভপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ১৭১ সদস্য বিশিষ্ট নবীগঞ্জ বাজার বন্ধন ব্যবসায়ী সমিতি গঠন করে সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি মো এনাম উদ্দিন, সহ সভাপতি সুজিত রায় (সদু), মো আলফাছ উদ্দিন, সাধারণ সম্পাদক মহেন্দ্র রায়, সহ সাধারণ সম্পাদক মিঠু রায়, কোষাধ্যক্ষ শিবু পাল, সহ কোষাধ্যক্ষ দিলীপ রায়, সাংগঠনিক সম্পাদক মো ইসলাম উদ্দিন চৌধুরী, সহ সাংগঠনিক সম্পাদক নকুল মিয়া, প্রচার সম্পাদক ছামাদ মিয়া ও সহ প্রচার সম্পাদক রবি রায়।
এছাড়া উপদেষ্টারা হলেন, সুভাষ চন্দ্র পাল, হিমাংশু রায়, বেনু রায়, মুকিত মিয়া চৌধুরী, স্বপন পাল, নিপেশ পাল, নান্টু মিয়া, শংকর রায়, রনজিত চকদার রন, বিরাম মিয়া। বাকি ১৫০ জনকে সমিতির নির্বাহী সদস্য রাখা হয়েছে।
Leave a Reply