নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে আলোচনা সভা ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রথমেই দিনটি উপলক্ষে গণভবণ থেকে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসীর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ডালিম আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাদেক হোসেন, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, কৃষি কর্মকর্তা মাকসুদুল আলম,পজিপ কর্মকর্তা সাকিল আহমেদ সেন্টু, দিনারপুর কলেজের অধ্যক্ষ অনুজ রায় প্রমুখ।
আলোচনা সভা শেষে ১০ দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন ও উপকারভোগীদের মাঝে প্রশিক্ষণের চেক বিতরণ করা হয়।
Leave a Reply