উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় গৃহবধূ আঁখি বেগমকে (১৯) আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে স্বামী বিজয় মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
মেয়েকে আত্মহত্যায় প্ররোচণার অভিযোগ এনে আঁখি বেগমের পিতা ছায়েদ মিয়া বুধবার বিজয় মিয়াসহ ৩ জনকে আসামি করে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার সূত্রে জানা গেছে, পূর্ব তিমিরপুর এলাকার ফজল মিয়ার ছেলে বিজয় মিয়া (২৪) ভালোবেসে এক বছর আগে বিয়ে করে একই গ্রামের ছায়েদ মিয়ার মেয়ে আঁখি বেগমকে; কিন্তু বিজয় মিয়ার পরিবার ‘কমজাতের মেয়ে’ আখ্যায়িত করে বিয়ে মেনে নেয়নি। তবে কিছুদিন পর ফজল মিয়া ছেলে ও ছেলের বউকে বাড়িতে আলাদা ঘর বানিয়ে থাকতে দেন।
অভিযোগ করা হয়েছে, বিয়ের কিছু দিন না যেতেই যৌতুকের জন্য আঁখি বেগমকে মারপিট করতে শুরু করে স্বামী ও শ্বশুর-শাশুড়ি। এ কথা জানতে পেরে আঁখি বেগমের পিতা মেয়েকে দেখতে যেতে চাইলে মেয়ের শ্বশুর পরিবার তাকে যাওয়ার অনুমতি দেয়নি।
গত ১১ মে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয় মিয়া তার শ্বশুর ছায়েদ মিয়াকে ফোন করে পরদিন সকালে তাদের বাড়িতে গিয়ে মেয়েকে নিয়ে আসতে বলে।
এর কিছুক্ষণ পর ছায়েদ মিয়া খবর পান, আঁখি বেগমকে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে গেছে; কিন্তু তিনি সেখানে গিয়ে দেখেন, মেয়ের মরদেহ মেঝেতে পড়ে আছে।
খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই সমীরণ দাশের নেতৃত্বে একদল পুলিশ হাসপাতালে গিয়ে ছুরতহাল রিপোর্ট তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পরদিন দায়ের করা মামলায় ছায়েদ মিয়া আরো অভিযোগ করেছেন, এক বছরের মধ্যে তার মেয়ের দুইবার গর্ভপাত ঘটানো হয়। মৃত্যুকালেও আঁখি বেগম অন্তঃস্বত্ত্বা ছিল।
পুলিশ তাৎক্ষণিক বিজয় মিয়াকে আটক করে। পরে আত্মহত্যায় প্ররোচণার মামলায় তাকে গ্রেফতার দেখায়।
নবীগঞ্জ থানার ওসি মো ডালিম আহমেদ জানান, বিজয় মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply