নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মোস্তফাপুর এলাকায় বিবিয়ানা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার ও পাইপ উপজেলা প্রশাসন ধ্বংস করেছে।
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর দুপুরে নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার অভিযান চালিয়ে ড্রেজার ও পাইপগুলো ধ্বংস করেন। এ সময় ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের একটি দল উপস্থিত ছিল।
এছাড়া বালু মহাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ইনাতগঞ্জ ইউনিয়নের তপথিবাগ গ্রামের জসিম উদ্দিনের ছেলে রুমান আহমেদকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
Leave a Reply