হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছালেমা বেগমের হত্যারহস্য পুলিশ উদ্ঘাটন করেছে।
সৌদিআরব প্রবাসী মেয়ের স্বামীর সঙ্গে অপর মেয়ের অবৈধ সম্পর্ক ধরে ফেলায় তাকে হত্যা করা হয়েছে। পরে তা ডাকাতি বলে চালানো হয়।
হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বুধবার দুপুরে নিজের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান ।
এ হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া আসামিদের আদালতে দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে তিনি জানান, নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের হিরণ মিয়ার স্ত্রী ছালেমা বেগম ৭ সন্তানের জননী। স্বামী আরেকটি বিয়ে করে অন্যখানে বাস করেন। তার বড়মেয়ে জেসমিন আক্তারের বিয়ে হয় একই গ্রামের মোগল মিয়ার সাথে; কিন্তু বিয়ের কিছুদিন পরই জেসমিন আক্তার সৌদিআরব চলে যান।
এদিকে স্ত্রীর অনুপস্থিতিতে মোগল মিয়া শ্যালিকা সেজমিন আক্তার শান্তির সঙ্গে গড়ে তুলেন প্রেমের সম্পর্ক। বিষয়টি আঁচ করতে পেরে ছালেমা বেগম তাদেরকে একাধিকবার সতর্ক করেন। তা সত্ত্বেও শ্বশুরবাড়িতে মোগল মিয়া শনিবার রাতে সেজমিন আক্তার শান্তির সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হন। ছালেমা বেগম তা দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। মেয়ের জামাই ও মেয়ে তাৎক্ষণিক ছালেমা বেগমের মুখ চেপে ধরেন। তাতেও দমাতে না পেরে মোগল মিয়া শাশুড়িকে কুপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই ছালেমা বেগমের মৃত্যু হয়।
Leave a Reply