নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে বিদেশ ফেরা প্রবাসীদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ব্যাপক তৎপরতা চলছে।
সোমবার দুপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন আ স ম শিহাবুজ্জামান শিহাবের নেতৃত্বে একদল সেনা সদস্য উপজেলার বিভিন্ন এলাকায় প্রবাসীদের বাড়ি বাড়ি গিয়ে প্রবাসীরাদের হোম কোয়ারেন্টাইন যাচাই করেন।
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বেও অভিযান চলছে।
এদিকে সরকারি নির্দেশনা অমান্য করায় রসুলগঞ্জ বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নবীগঞ্জ থানার ওসি-তদন্ত উত্তম কুমার দাশও উপস্থিত ছিলেন।
এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাইকিং করে জনগণকে বাড়িতে নিরাপদে থাকার জন্য আহবান জানান।
Leave a Reply