উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘর উপহারের ৩য় পর্যায়ের ২য় ধাপে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আলমপুরে জয়বাংলা পল্লী ও বৈঠাখালে মুজিব স্বপ্নলোকের ৫০টি ঘর পরিবার মাথা গোঁজার ঠাঁই পেয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব পরিবারের হাতে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করেন, সংসদ সদস্য শাহনওয়াজ মিলাদ গাজী।
এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রফিকুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতিগোবিন্দ দাশ।
এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইমদাদুর রহমান মুকুল, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ও উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন।
এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে ভূমিহীন ও গৃহহীন ২৬ হাজার ২২৯ পরিবারকে ঘর উপহার দেন।
Leave a Reply