উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজলায় মুজিববর্ষ উপলক্ষে তৃতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৩০৫টি পরিবারের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে জমি সহ ঘর হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার সকালে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিওকনফারেন্সে এই জমি ও ঘর হস্তান্তর প্রক্রিয়া উদ্বােধন করেন।
পরে নবীগঞ্জ উপজলার বাগাউড়ায় মুজিব পল্লীত ১৬১টি, আলমপুরে জয়বাংলা পল্লীত ৪৬টি, ইনাতগঞ্জে মুজিব স্বপ্নলোক পল্লীতে ৩৭টি, বাউসায় বঙ্গমাতা পল্লীতে ৫৩টি ও বৈঠাখালে মুজিব স্বপলোক পল্লীতে ৮টি ঘরের চাবি ও ২ শতক জমির কাগজাদি তালিকাভুক্ত অসহায় পরিবারগুলোর নিকট হস্তান্তর করা হয়।
এ উপলক্ষে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে ও পজিব কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিটু চৌধুরী, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম, উপজলা আওয়ামী লীগরর ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্মসাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আক্তার হাসেন ছুবা। সার্বিক দায়িত্বে ছিলেন, সহকারী কমিশনার( ভূমি) উত্তম কুমার দাশ।
Leave a Reply