নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা হাজী বিরায়ানি হাউজের খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহারের দায়ে ৫ হাজার টাকা জরিমানা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিকে এই অর্থদণ্ড দেওয়া হয়।
শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের শেরপুর রোডে অবস্থিত হাজী বিরিয়ানি হাউজকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহযোগিতা করেন নবীগঞ্জ থানার এস আই তহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার জানান, জরিমানা আদায়ের সঙ্গে সঙ্গে প্রতিষ্ঠানটিকে সতর্কও করা হয়েছে।
Leave a Reply