নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ ৯২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে। এ সময় গ্রেফতার করা হয় একজনকে। এছাড়া পরোয়ানাভুক্ত দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাকৃতরা হলেন উপজেলার গুজাখাইড় ভূমিহীনপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে রিপন মিয়া (৩০), ইনাতগঞ্জের স্বস্তিপুর গ্রামের মৃত হিরন মিয়ার ছেলে সাহেব আলী (৩২) ও গজনাইপুর গ্রামের আব্দুল মন্নানের ছেলে কাওছার মিয়া (৪৬)।
গত ১৯ নভেম্বর রাতে নবীগঞ্জ থানার ওসি মাসুক আলীর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারকৃত রিপন মিয়ার বসতঘরের বারান্দা থেকে ৯২ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করে।
অপর দু’জন পলাতক আসামি। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল।
নবীগঞ্জ থানার ওসি মাসুক আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply