নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ থানা পুলিশের রাতভর সাঁড়াশি অভিযানে ৩ ডাকাত, ২ চোর, ৫ ওয়ারেন্টভুক্ত আসামি ও ১ জন নিয়মিত মামলার আসামিসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমানের নির্দেশনায় ওসি-অপারেশন মো আমিনুল ইসলামের নেতৃত্বে সেকেন্ড অফিসার সমীরণ দাস, এসআই শামসুল ইসলাম, অমিতাভ তালুকদার, মহিউদ্দিন রতন ও ফখরুজ্জামান সহ একদল পুলিশ বুধবার রাতে এই অভিযানে অংশ নেয়।
গ্রেফতারকৃতরা হলেন, সামারগাঁও গ্রামের আফিজ্জুলার ছেলে সুমন মিয়া, জানপুর গ্রামের সাবু মিয়ার ছেলে নাসির মিয়া, অনন্তপুর গ্রামের মইজুল হকের ছেলে আজিজুল হক, গুমগুমিয়া গ্রামের কালা মিয়ার ছেলে আকামত মিয়া, হরিপুর গ্রামের তালেব আলীর ছেলে আনোয়ার আলী, সাতাইহাল গ্রামের ইসমাইল মিয়ার ছেলে জুয়েল মিয়া, জন্তরি গ্রামের সুনীল দাশের ছেলে অজিত দাশ, জয়নগর গ্রামের দিলু দাসের ছেলে সজল দাস, সুনামগঞ্জের সোনারগাঁও গ্রামের আবুল কালের ছেলে জুয়েল মিয়া, শায়েস্তাগঞ্জের মহলুলসুনাম গ্রামের খোরশেদ আলমের ছেলে তৌহিদ আহমেদ ও পানিউমদা গ্রামের ছেলে নুরুজ আলীর ছেলে মজুদ মিয়া।
নবীগঞ্জ থানার ওসি মো আজিজুর রহমান জানান, আসামিদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply