নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ থানা পুলিশ উপজেলার আউশকান্দি ইউনিয়নের ছাত্রলীগ নেতা মাহি চৌধুরী নাছিমকে গ্রেফতার করেছে।
নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো কামাল হোসেনের দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো দুলাল মিঞার নেতৃত্বে পুলিশের একটি দল শনিবার রাতে আউশকান্দি আমকোনা গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মাহি চৌধুরী নাছিম রাজনৈতিক মামলায় এজাহার নামীয় আসামি। নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।