হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পিংলি নদী থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, সকালে পিংলি নদীতে অর্ধগলিত মরদেহটি দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
নবীগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন জানান, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শনাক্ত করতে একটু অসুবিধা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে দুর্বৃত্তরা পিংলি নদীতে ফেলে দেয়।
Leave a Reply