হবিগঞ্জ প্রতিনিধি : ১৪৪ ধারা জারি ও প্রশাসনের কঠোর অবস্থানের কারণে হবিগঞ্জের নবীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি বিক্ষোভ সমাবেশ হতে পারেনি।
পূর্ব ঘোষিত সমাবেশ করতে না পেরে শুক্রবার বিকেলে নবীগঞ্জ শহরে সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়ার বাসভবনে বিএনপি সংবাদ সম্মেলন করে।
এতে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়া ও নবীগঞ্জ পৌরসভার মেয়র বিএনপি নেতা ছাবির আহমেদ চৌধুরী। এছাড়াও পৌর বিএনপির আহবায়ক ছালিক মিয়া চৌধুরী ও যুগ্মআহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পূর্ব নির্ধারিত বিক্ষোভ সমাবেশ সফলে শুরু থেকেই ব্যাপক প্রস্তুতি ও জনমনে সাড়া দেখে শান্তিপূর্ণ আন্দোলনকে বাঁধাগ্রস্ত করতে আওয়ামী লীগ হঠাৎ পাল্টা কর্মসূচি ঘোষণা করে।
অবৈধ সরকার অবৈধভাবে প্রশাসনকে ব্যবহার করে ১৪৪ ধারা জারি করে বলেও বিএনপি নেতারা অভিযোগ করেন।
Leave a Reply