হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পাঁচ মৌজা ডেভেলপমেন্ট এসোসিয়েশন ইউকের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে যুক্তরাজ্যের এই সামাজিক সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আব্দুল হান্নান, সভাপতি সুরুজ্জামান মান্নান, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ও কোষাধ্যক্ষ ময়নুল ইসলাম জিতু সহ সদস্যদের আর্থিক সহায়তায় আড়াই শতাধিক পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
দাউদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, ইউপি সদস্য ফখরুল ইসলাম জুয়েল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু ছালেহ জীবন।
Leave a Reply