উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা-বাগানে শ্রমিকরা বকেয়া বেতন-ভাতা সহ বিভিন্ন দাবি নিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নে অবস্থিত ইমাম ও বাওয়ানী চা বাগানের প্রায় সাড়ে ৪শ শ্রমিকের বকেয়া বেতন-ভাতা বাবদ প্রায় ২৫ লাখ টাকা বকেয়া রয়েছে। এই বকেয়া বেতন-ভাতা আদায় ও অন্যান্য দাবি বাস্তবায়নের জন্য কোম্পানির উপ মহাপরিচালক বরাবরে ১০ই অক্টোবর আবেদন করেন শ্রমিকরা। এরই পরিপ্রেক্ষিতে ১৬ই নভেম্বর বকেয়া বেতন-ভাতা পরিশোধের আশ্বাস দেয় কর্তৃপক্ষ; নির্ধারিত সময়ে বকেয়া বেতন-ভাতা পরিশোধ না করায় মঙ্গলবার থেকে শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। অন্যদিকে বেতন-ভাতার অভাবে চা শ্রমিকরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
ইমাম চা বাগান শ্রমিক সমিতির সভাপতি নির্মল রবি দাশ ও বাওয়ানী চা বাগান শ্রমিক সমিতির সভাপতি সাধন মালাকার জানান, চা বাগান কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে বকেয়া বেতন-ভাতা নিয়ে টালবাহানা শুরু করেছে। ঘরবাড়ি মেরামত করে দেয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কিছুই হয়নি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নামতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবো না।
টিলা বাবু আব্দুল জলিল তালুকদার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পাওনা থাকার কথা স্বীকার করলেও অন্যান্য অভিযোগ অস্বীকার করেন।
Leave a Reply