উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ : পরকীয়া প্রেমের কারণে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ছেলের হাতে মা খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার সকালে উপজেলার বাউসা ইউনিয়নের মানসিক রোগী জাবিদ উল্লাহর স্ত্রী ও একই গ্রামের লন্ডন প্রবাসী জরিফ উল্লাহর মেয়ে আমিনা বেগমের গলাকাটা লাশ পুলিশ বসত ঘর থেকে উদ্ধার করে।
প্রতিবেশীরা জানান, আমিনা বেগম প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে খাওয়া ধাওয়া শেষে নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে ছেলে এবার এসএসসি উত্তীর্ণ আমির আহমদ সেই কক্ষে গিয়ে তার মাকে কে বা কারা খুন করেছে বলে চিৎকার দিতে থাকে। এতে লোকজন ছুটে এসে লাশ দেখে পুলিশকে খবর দেন। পরে নবীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
অনুসন্ধানে জানা গেছে, মানসিক রোগী হওয়ার কারণে আমেনা বেগমের স্বামী জাবিদ আলী ও ছেলে এক ঘরে আর আমিনা বেগম একা অন্য ঘরে থাকতেন।
পুলিশ ঐদিন সন্ধ্যায় আমির আহমেদকে থানায় নিয়ে যায়। পাথমিক জিজ্ঞাসাবাদে সে মাকে খুন করেছে বলে জানায়। পরে আদালতে স্বীকারোক্তি দেয়।
সে জানায়, আমেনা বেগমের সাথে একজনের পরকীয়া ছিল। এই সম্পর্ক সহ্য করতে না পেরে সে মাকে শুক্রবার রাতে খাবারের সাথে ঘুমের ঔষুধ খাওয়ায়। পরে ঘুমন্ত অবস্থায় ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে।
এদিকে ময়না তদন্ত শেষে রবিবার বিকালে আমেনা বেগমের লাশ টুনাকান্দি গ্রামে দাফন করা হয়েছে।
Leave a Reply