নবীগঞ্জ প্রতিনিধি : বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে পদোন্নতিপ্রাপ্ত পারভেজ আলম চৌধুরীকে নবীগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নবীগঞ্জ থানার ওসি মো ডালিম আহমদ। পুলিশ পরিদর্শক-অপারেশন মো আব্দুল কাইয়ুমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন, সংবর্ধিত অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ওসি-তদন্ত আমিনুল ইসলাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, থানার সেকেন্ড অফিসার সমীরন দাশ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল সরদার, এসআই সামসুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু সালেহ জীবন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী, এসআই শিরিন আক্তার, এএসআই জামাল মিয়া ও কনস্টেবল পলাশ বৈদ্য।
Leave a Reply