নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনেওয়াজ মিলাদ নবীগঞ্জ পৌরসভায় হতদারিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন।
বৃহস্পতিবার রাতে তিনি জে কে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩২০টি পরিবারকে ত্রাণসামগ্রী দেন।
এসময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, আব্দুস সালাম, কাজী ওবায়দুর কাদের হেলাল, মোস্তাক আহমেদ মিলু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমেদ, সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা, সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি দিলারা হোসেন ও সাধারণ সম্পাদক সইফা রহমান কাকলী।
Leave a Reply