হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ৫ দিন পর কাওছার মিয়া (১৪) নামের এক কিশোরের মাথাবিহীন মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় পানিউমদা ইউনিয়নের চাতল গ্রামের নিকটবর্তী দুর্গম পাহাড়ি এলাকা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
কাওছার মিয়া চাতল গ্রামের হায়দর আলীর ছেলে। এ ঘটনায় একই গ্রামের কাছুম আলীর পুত্র দুরুদ মিয়াকে আটক করা হয়েছে।।
পুলিশ জানায়, কাছুম আলীর সঙ্গে হায়দর মিয়ার বিরোধ রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার কাওছার মিয়া বাড়ির কাছে একটি দোকান থেকে দুরুদ মিয়ার সঙ্গে বাড়ির ফেরার পথে নিখোঁজ হয়। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। লুঙ্গি ও জুতা দেখে মরদেহ সনাক্ত করা হয়।
Leave a Reply