হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ পৌরসভার চরগাঁও এলাকায় নিখোঁজের পরদিন গোলাপ আলী নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় মরদেহটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় সাকিরা বেগম নামের এক মহিলাকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোলাপ আলীর সাথে তারই চাচাতো ভাই তালেব আলীর দীর্ঘদিন ধরে জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ ছিল। একাধিক মামলাও রয়েছে।
সোমবার রাতে গোলাপ আলীর সাথে ডিসের লাইন নিয়ে তালেব আলীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে তালেব আলীর লোকজন গোলাপ আলীর ছেলে সুমন মিয়াকে মারপিট করে। এ ঘটনায় গোলাপ মিয়া রাতেই থানায় মামলা দায়ের করেন। এর পরপরই তিনি নিখোঁজ হয়ে যান। সারারাত খোঁজাখুজির পর সকালে চরগাঁও নয়াবাড়ি কবরস্থানের পাশে তার মরদেহ পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ তা উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। মরদেহের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
Leave a Reply