তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এস এম মাহফুজুল হক বলেছেন, সুবিধাবঞ্চিত নারীদের জন্যে সুযোগ-সুবিধা দেওয়া সকলের কর্তব্য। কারণ নারীর উন্নয়ন হলে সমাজের চেহারা পাল্টে যাবে। তাই নারী উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।
সোমবার দুপুরে নবীগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে উপজেলা পরিষদের সভাকক্ষে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক সফিউল আলম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন-হাসান। শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক রুবেল মিয়ার পরিচালনায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মীর তারিন বাশার লিমা, বাংলা টিভি প্রতিনিধি মতিউর রহমান মুন্না, নারী উন্নয়ন ফোরামের সহ সভাপতি আয়েশা খানম ও সদস্য হামিদা চৌধুরী।
Leave a Reply