নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকা আদায় করতে গিয়ে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে মারপিট করে, হাতের শাখা ভেঙ্গে ও গুরুতর আহত করে এক ব্যক্তি ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে।
নবীগঞ্জ থানায় দায়ের করা অভিযোগে উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের বহরমপুর গ্রামের প্রবাসী নারায়ন সূত্রধরের স্ত্রী অপর্ণা সূত্রধর উল্লেখ করেছেন. গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পার্শ্ববর্তী বোয়ালজুর গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে মজমিল মিয়া তার বাড়িতে গিয়ে নারায়ন সূত্রধরের কাছে ৩ হাজার টাকা পাওনা রয়েছে বলে দাবি করে গালাগালি শুরু করে।
অর্পণা সূত্রধর তখন স্বামীর মান-সম্মানের কথা ভেবে শো-কেসের ড্রয়ার খুলে এনজিও থেকে নেওয়া ঋণের ৪০ হাজার টাকাভর্তি ব্যাগ বের করা মাত্র মজমিল আলী হাতের টচলাইট দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয়।
মজমিল আলীর টর্চলাইটের আঘাতে অপর্ণা সূত্রধর গুরুতর আহত হন। তার হাতের শাখাও ভেঙ্গে যায়। তাকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
Leave a Reply