নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মোহাম্মদ মারুফের (১৭) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে শেরপুর সেতুর নিচে ভাসমান অবস্থায় মরদেহটি পাওয়া যায়। নারায়নগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা গ্রামের দুলাল হোসেনের ছেলে মোহাম্মদ মারুফ এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। বৃহস্পতিবার দুপুরে কুশিয়ারায় গোসল করতে নেমে সাঁতরে নদীর মধ্যখানে চলে গিয়ে সে নিখোঁজ হয়। পরে সিলেট ও ওসমানীনগর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।
ফায়ার ব্রিগেড জানায়, ঢাকা থেকে মোহাম্মদ মারুফসহ তাবলীগ জামাতের ২০ জনের একটি দল শেরপুরের দক্ষিণপারের পুরান মসজিদে এসেছিল।
Leave a Reply