হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ বাজারে বিএসটিআইর অনুমোদন ছাড়া এবং বিভিন্ন কোম্পানির লেভেল জালিয়াতি করে পণ্য তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
রবিবার বিকেলে উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাউল গণি ওসমানী এ অভিযান পরিচালনা করেন। এ সময় এক ব্যবসায়ীকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের কাছে অভিযোগ ছিল, ইনাতগঞ্জ গ্রামের সায়েদ উদ্দিনের ছেলে শিপন আহমদ দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন নামীদামী কোম্পানির লেভেল ও সিল ব্যবহার করে ভেজাল পণ্য তৈরি করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করছিলেন।
অভিযানকাল ৩ শ্রমিক সহ মালিকের ভাই রোমন আহমদকে আটক ও মালামাল জব্দ করা হয়।
Leave a Reply