নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বড়ভাকৈর পশ্চিম ইউনিয়নের বাউসী গ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত অবনী দাসের ছেলে বিবিয়ানা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র অসীম দাসের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে গ্রামের পাশে ধানক্ষেতে তার স্বজনরা মরদেহ দেখতে পেয়ে নবীগঞ্জ থানা পুলিশকে জানালে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো ডালিম আহমদের নেতৃত্বে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ বাহুবল সার্কেল এএসপি মো আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অসীম দাসের বড় বোনজামাই কৃষ্ণ দাস তালুকদার জানান, সোমবার দুপুরে অসীম দাস জমিতে কাজ করার জন্য পাশের ঘুনার বন হাওড়ে যায়। এরপর আর ফিরে আসেনি।
এছাড়া গ্রামের কিছু লোকের সঙ্গে কয়েক দিন আগে তুচ্ছ বিষয় নিয়ে তার ঝগড়া হয়। ধারণা করা যাচ্ছে, এর জের ধরেই তাকে হত্যা করে ধানক্ষেতে ফেলে রাখা হয়।
সার্কেল এএসপি মো আবুল খয়ের জানান, মরদেহে কোন আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন এলে প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply