হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে মিশুক চালক আবিদ উল্লাহ সেজুর (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। মোবাইল লোকেশনের সূত্র ধরে মঙ্গলবার দুপুরে উপজেলার পূর্ব তিমিরপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে নবীগঞ্জ থানা পুলিশ। আবিদ উল্লাহ সেজু উপজেলার গোজাখাইর গ্রামের সাহিদ উল্লাহর ছেলে।
নবীগঞ্জ থানার ওসি মো আজিজুল ইসলাম জানান, শনিবার দুপুরে খাওয়া দাওয়া শেষে সেজু বাড়ি থেকে বের হন; কিন্তু আর ফিরে আসেননি। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়। পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। এর পর থেকেই পুলিশ বিভিন্ন স্থানে সন্ধান চালায়। অবশেষে মোবাইল লোকেশনের সূত্র ধরে মরদেহটি উদ্ধার করে।
তাকে খুন করে মরদেহটি ধানক্ষেতে ফেলে রাখা হয় বলে পুলিশ নিশ্চিত হয়েছে।
Leave a Reply