নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের ধানক্ষেত থেকে রিয়াজদ মিয়া (৪৫) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে গ্রামের পাশে একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিয়াজদ মিয়া পাঞ্জারাই গ্রামের মৃত ফোয়াজ উলার ছেলে।
এলাকার লোকজন লাশটি ধানক্ষেতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে ঘটনার পর শুক্রবার রাতেই মানিক মিয়া নামের এক ব্যক্তিকে পুলিশ সন্দেহভাজন হিসেবে আটক করে থানায় নিয়ে আসে; কিন্তু পরদিন দুপুর ১২টার দিকে তাকে ছেড়ে দেয়া হয়।
নবীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন জানান, ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত রিয়াজদ মিয়ার মৃত্যু সম্পর্কে কিছু বলা যাচ্ছে না।
Leave a Reply