হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নে দৌলতপুর সড়ক ও শেরখাই নদীর উপর নির্মিত সেতু উদ্বোধন করা হয়েছে।
হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ রবিবার
সকালে এই সড়ক ও সেতুর শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মতিনেরর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল ও কাজী ওবায়দুল কাদের হেলাল এবং জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ।
এর আগে সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ দীঘলবাঁক ইউনিয়ন পরিষদ ভবন প্রাঙ্গণে অসচ্ছল বয়স্ক ব্যক্তি, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুঃস্থ মহিলা ও প্রতিবন্ধী উপকারভোগীদের মধ্যে ভাতাবই বিতরণ করেন।
Leave a Reply