নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাঁক ইউনিয়নের কারখানা গ্রামে গ্রাম্য মোড়লের নির্দেশে দু’টি পরিবারকে সমাজচ্যুত অর্থাৎ একঘরে করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার দুপুরে নবীগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রামের আব্দুল আউয়াল লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন।
তিনি বলেন, পূর্ব শক্রতার জের ধরে কারখানা গ্রামের খালিছ মিয়া, আবু সালেহ জীবন ও তাদের লোকজন আব্দুল আউয়ালের পরিবার সহ দু’টি পরিবারকে সমাজচ্যুত করে রেখেছে।
পাশাপাশি নানাভাবে হুমকি প্রদর্শন, চাঁদা দাবি ও ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রানি করছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
আব্দুল আউয়াল প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
Leave a Reply