নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গৃহহীন দুই বীর সেনা মুক্তিযোদ্ধাকে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান উপহার দেওয়া হয়েছে।
সেনা প্রধানের উপহার হিসেবে শনিবার বিকেলে সেনাবাহিনীর ক্যাপ্টেন এ এস এম শিহাবুজ্জামান শিহাবের নেতৃত্বে উপজেলার গজনাইপুর ইউনিয়নের শতক গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সৈনিক মিজাজ উল্লাহ ও বাশডর গ্রামের বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্পোরাল আমরু মিয়ার হাতে দুটি ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, সাংবাদিক এম এ মুহিত, সাংবাদিক মতিউর রহমান মুন্না ও সাংবাদিক ছনি চৌধুরী।
Leave a Reply