নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় পৃথক দুইটি দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাত দলের হামলায় মহিলা সহ ৩ জন আহত হয়েছেন।
এলাকার লোকজন জানান, রবিবার দিনগত গভীর রাতে উপজেলার আউশকান্দি ইউনিয়নের পাহাড়পুর গ্রামের সৌদি প্রবাসী হাসিম উল্লাহর বাড়ির কলাপসিবল গেটের তালা ভেঙ্গে ডাকাতদল ভেতরে ঢুকে হাসিম উল্লাহকে হাত-পা বেঁধে ধারালো অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ দুই লক্ষাধিক টাকা লুট করে নিয়ে যায়।
ডাকাতরা এ সময় গৃহকর্তার স্ত্রী ও জামাতা দুবাই প্রবাসী গোলাম মোস্তফাকেও মারপিট করে আহত করে। হাসিম উল্লাহকে আশংকাজনক অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামের লন্ডন প্রবাসী শিমুল মিয়ার বাড়িতে হানা দেয়। সংঘবদ্ধ ডাকাতদল পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৬০ হাজার টাকা, ২০ ভরি স্বর্ণালংকার ও দামী কয়েকটি মোবাইল ফোন সহ ১৫ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।
খবর পেয়ে নবীগঞ্জ থানার ভারপাপ্ত কর্মকর্তা মো আব্দুল বাতেন খান ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply