হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বন্যা কবলিত দীঘলবাঁক ইউনিয়নের গালিমপুর ও মাধবপুর এলাকায় বন্যার্তদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সদস্য সাবেক সাংসদ শেখ সুজাত মিয়া চাল বিতরণ করেছেন।
শনিবার বিকেলে বন্যা কবলিত এলাকা পরিদর্শন শেষে কয়েকশ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হয়।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দীঘলবাঁক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালিক মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারিক রনি, সাবেক সভাপতি খলিলুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিতু মিয়া সেন্টু, নবীগঞ্জ কলেজ ছাত্রদলের আহবায়ক অলিউর রহমান অলি ও উপজেলা ছাত্রদল নেতা শেখ শিপন মিয়া।
Leave a Reply