নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উপজেলা প্রাণীসম্পদ বিভাগের উদ্যোগে ‘পুষ্টি মেধা দারিদ্র বিমোচন, প্রাণী সম্পদের আয়োজন’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে প্রাণীসম্পদ প্রর্দশনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
জে কে স্কুল মাঠে শনিবার দুপুরে এর উদ্বোধন করেন, নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিনের সভপতিত্বে ও পজীপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার-ভূমি সুমাইয়া মমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নুসরাত ফেরদৌসী। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, কাওসার আহমদ, নূরুল আমিন ও আসিফ ইকবাল।
Leave a Reply